পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :রহমতে রহমান মেরে বাবাজান শাহে আমিন ধন হারবাংগিরী বাবাজান খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ) চট্রগ্রাম বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের হাজত রাওয়া মুশকিল কোশা হাদিয়ে জামান ওলিকুলের শিরোমণি হযরত সুলতান মাওলানা পীর বাবাজান শাহসুফি সৈয়দ আমিনুল হক শাহ্ হারবাংগিরী, মাইজভাণ্ডারী সাহেবের দ্বিতীয় বার্ষিক পবিত্র ওরশ শরীফে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঈমানী দাওয়াত রইলো
মহান ওরশ শরীফে আখেরি মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা শাহসুফি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া শাহ্ আল হারবাংগিরী, আল মাইজভাণ্ডারী মঃজিঃআঃ।
সার্বিক সহযোগিতায় নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা হযরত শাহসুফি সৈয়দ রহমান মিঞা শাহ্ হারবাংগিরী আল মাইজভাণ্ডারী মঃজিঃআঃ।
নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ শাহ হারবাংগিরী আল মাইজভাণ্ডারী মঃজিঃআঃ।
এতে সেমা মাহফিল করবেন মরমী শিল্পি মইনুদ্দিন সাবিদ কাওয়াল
এম.এস/এসময়
Leave a Reply