মানিকগঞ্জে নানা বৈচিত্র্যে পহেলা বৈশাখ উদযাপন
মানিকগঞ্জঃ
নারী বান্ধব সমাজ গড়ি, বাঙালি সংস্কৃতি সুরক্ষা করি, বৈশাখের নতুন উদ্দীপনা ছড়িয়ে যাক ঘরে ঘরে এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও সিংগাইর বিনোদপুর ঋষি পাড়ায় কনকলতা কিশোরী ক্লাব, বরবরিয়াল কৃষক কৃষাণী সংগঠন ও মানিকগঞ্জ পৌরসভাধীন নয়াকান্দি প্রজাপতি কিশোরী ক্লাব এর যৌথ আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন উপলক্ষে কিশোরী ও কৃষক কৃষাণীদের সাথে গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক ও খাদ্য উৎসব পালিত হয়।
বৈশাখের এই আনন্দ নিয়ে কনকলতা কিশোরী ক্লাবের সভাপতি সুবর্না রানী দাস এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা সিকদার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন বিনোদপুর ঋষি পাড়া নারী উন্নয়ন সমিতির সভাপতি নারীনেত্রী
ঝর্না রানী দাস, সাধারণ সম্পাদক দিতি রানী দাস, কিশোরী পুষ্পিতা দাস, সোনালী দাস প্রমুখ।
এদিকে একই সময়ে মানিকগঞ্জ বরবরিয়াল কৃষক কৃষাণী সংগঠনের সভাপতি মহেন্দ্র মনিদাস এর সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল এর সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
ধারণা পাঠ করেন বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা আছিয়া আক্তার, অনন্যা আক্তার প্রমুখ।
এছাড়াও মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি প্রজাপতি কিশোরী ক্লাবে অভিন্ন কর্মসূচিতে বারসিক প্রকল্প সহায়ক ঋতু রবি দাস ও সমাজকর্মী অধ্যাপক মনোয়ার হোসেন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন প্রতি বছর অনেকগুলো বার্তা নিয়ে পহেলা বৈশাখ আমাদের ঘরে হাজির হয়।
গ্রামের কৃষক কৃষাণীরা প্রকৃতির অপরুপ চিত্র ও আগমনী দেখে ভালো মন্দ বুঝতে পারে এবং সময়োপযোগী ফসল উৎপাদন সহ প্রকৃতি নির্ভর টেকসই কৃষি উন্নয়নে কর্মপন্থা ঠিক করেন।
আমরা তাদের এই লোকায়ত চর্চাকে সম্মান জানাই।
মো.মি/এসময়।
Leave a Reply