নওগাঁর আত্রাইয়ে ১লা বৈশাখ বাংলা নববর্ষ পালিত
নওগাঁ প্রতিনিধিঃ
বসন্ত শেষে এসেছে বৈশাখ । দিনের প্রচন্ড খরতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠান স্থলের দিকে।
ঐতিহ্যবাহী বাঙালী সাংস্কৃতিক অনুষ্ঠানের সারাদিন ব্যাস্ত ছিল বাঙালীরা।
সব জরাজীণ ছেড়ে তরুন-তরুনী,শিশু-যুবক-বৃদ্ধ যেন বাঁধন ছেড়ে ছুটেছে নতুনের দিকে।
১৪ এপ্রিল পহেলা বৈশাখ রোববার সূর্যদয় নিয়ে এনেছে ১০৩১ বঙ্গাব্দে নতুন বারতা।
জীণ পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন ওড়াতে এসেছে আরেক বৈশাখ। শুরু হলো আরেকটি বছরের পথ চলা।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ উদযাপন করা করা হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে মঙ্গল সভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
আত্রাই উপজেলা নিবাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের নেতৃত্বে উক্ত মঙ্গল সোভাযাত্রায় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাশ, আত্রাই থানা অফিসার ইনচাজ মোঃ জহুরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক সুজন কবিরাজ, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের মহিলা উদ্যোক্তা সাংবাদিক রওশন আরা পারভিন শিলা, উপজেলা সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা মহিলা বিষযক অফিসার মোঃ মোয়াজ্জেমেোসেন, হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন. সহযোগী অঙ্গসংগঠনের নেতা মোঃ জিল্লুর রহমান থাঁন, মোঃ সাজেদুর রহমান সেন্টু, মোঃ মতিমোল্ল্যা, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মিতু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কমচারী,শিক্ষাথী,সাংস্কৃতিক সংগঠন, সুধীজন এ ছাড়াও উপজেলার সবস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
সোভাযাত্রা শেষে বাঙ্গালীর ঐতিহ্যবাহী পান্তাভাত পরিবেশন করা হয়।
মো.মি/এসময়।
Leave a Reply