নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও তিনজন আহত হন।
শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের মূলদাইড় ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপু ঘোষ সদর উপজেলার মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন – মুলদাইড় গ্রামের সমীর ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ।
পাশ্ববর্তী যশোরের অভয়নগর থানার শংকরপাশা গ্রামের মাহবুব আলমের ছেলে আয়াদ ও তালতলা গ্রামের তানভির জিহাদ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে আসছিল নিহত তপু।
এ সময় তারা বাড়ি থেকে একটু সামনে নড়াইল-যশোর মহাসড়কে পৌঁছালে লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় তপু। গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দু’জন।
পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন।
এ সময় আরও তিনজন আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো.মি/এসময়।
Leave a Reply