পটিয়ায় ক্বলবে কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের ভাইয়ের দিঘীর পাড় সংলগ্ন এলাকায় ১৬ এপ্রিল মঙ্গলবার আব্দুস সবুরের বিল্ডিংয়ে ক্বলবে কোরআন আলোর ফাউন্ডেশন এর উদ্যোগে সারাদিনব্যাপী কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
বিকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বলবে কুরআনর আলোর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত।
ক্বলবে কুরআন আলো ফাউন্ডেশনর সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও লেখক আখতার উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন ও প্রবাসী সমিতির সভাপতি আব্দুর সবুর। উদ্বোধক ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
আমন্ত্রিত অতিথি ছিলেন মনির আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, হাফেজ মোঃ ইব্রাহিম, পটিয়ার প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফরহাদুল ইসলাম মোহাম্মদ বাঁছাসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এছাড়াও উক্ত প্রতিযোগিতায় শতাধিক কুরআন পাখি অংশ গ্রহণ করে।
এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে নগদ টাকা বিভিন্ন শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply