চিরিরবন্দরে ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নিম্ন মানের আইসক্রিম তৈরী, কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নামীদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে প্রতারণার দায়ে এক আইসক্রিম কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় বিপুল পরিমাণ আইসক্রিম মেয়াদ না থাকায় ধ্বংস করা হয়েছে। বুধবার উপজেলার কারেন্ট হাট বাজারে মেসার্স শাফিন আইসক্রিম আইসবারে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একে. এম শরীফুল হক।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী অফিসার একে.এম শরীফুল হক বলেন এ সময় মেসার্স শাফিন আইসক্রিম আইসবার নামক একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় তারা নিজের নামে কোনো আইসক্রিম বা আইসবার প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের নাম দিয়ে আইসবার প্রস্তুত করছেন।
মেয়াদহীন ও উৎপাদন মেয়াদের তারিখ না থাকায় প্রস্তুতকৃত প্রায় ৫ হাজার আইসবার জব্দ করে ধ্বংস করা হয়।
এ ছাড়া বিভিন্ন নামের মোড়ক, অনুমোদনহীন ব্রান্ড আইসবার ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার বিরোধী এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একে. এম শরীফুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার একে. এম শরীফুল হক।
Leave a Reply