নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কাউন্সিলিং ও প্রচারণায় ইডিএফ এর কার্যক্রম।
নিজস্ব প্রতিবেদকঃ
নারী উদ্যোক্তাদের উদ্যোগের বিকাশের লক্ষ্যে সুচনা করা হয় এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইডিএফ) এর।
EDF ফাউন্ডার রুখসানা বৃষ্টি এবং EDF এডমিন প্যানেলের ভাষ্যমতে- বর্তমানে নারীরা কিছু একটা করা কিংবা স্বাবলম্বী হওয়ার নিমিত্তে উদ্যোগ গ্রহন করে থাকে।
যথাযথ প্রশিক্ষন ও বিজনেস সম্পর্কে জানা শোনার অভাবে অনেকেই হারিয়ে যায়।
শুরুতে কাজটি সহজ মনে করলেও ধীরে ধীরে বাস্তবসম্মত চ্যালেঞ্জ আসলে অনেকেই ওভারকাম করতে পারে না।
এই ধরনের উদ্যোক্তাদের ব্যাবসায়ে টিকিয়ে রাখার জন্য প্রশিক্ষন, কাউন্সিলিং এবং প্রয়োজনে প্রচার প্রচারণায় সহায়তার জন্য ইডিএফ কাজ করে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় ইডিএফ সম্প্রতি উদ্যোক্তা সংলাপের নামে একটি লাইভ অনুষ্ঠান শুরু করেছে, যাতে নারীরা ঘরে বসেই সফল নারী উদ্যোক্তাদের সফলতা ও এই সফলতার পেছনে যে অনেক বাঁধা বিপত্তি আছে সে সম্পর্কে জেনে বুঝে নিজের উদ্যোগকে এগিয়ে নিতে পারে।
নিকট ভবিষ্যতে উদ্যোক্তাদের পণ্য ও সেবার বিপণনকে সহজতর করার লক্ষ্যে অনলাইন মার্কেট প্লেসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আশা করছি এই বছরের মাঝামাঝি অনলাইন মার্কেট প্লেসের কার্যক্রম শুরু হবে।
এতে উদ্যোক্তারা সহজে ও কম খরচে তাদের পণ্যের বিপণন করতে পারবে।
Leave a Reply