নিজস্ব প্রতিবেদকঃ
“ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ” ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করে আসছে। পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আলী নিয়ামত এর মানোন্নয়নে প্যরতিনিয়ত যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। আলী নিয়ামত ঐতিহ্যবাহী ও প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত প্রাক্তনী।
এ কার্যক্রম অব্যহত রাখতে এবং আরও গতিশীল করতে তিনি মোঃ মনিরুজ্জামানকে পত্রিকাটির নির্বাহী সম্পাদক এর দায়িত্ব অর্পন করেছেন।
মোঃ মনিরুজ্জামান বর্তমানে জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল “এসময়” এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক।
এই প্রতিবেদকরে সাথে আলাপচারিতায় মোঃ মনিরুজ্জামান বলেন, “মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। আমার উপর যে গুরু দায়িত্ব অর্পন কার হয়েছে, তা যেন পুংখানুপুঙ্খরূপে পালন করতে পারি, সেজন্য আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এই ভার বইবার শক্তি ও সামর্থ্য দান করেন।”
Leave a Reply