ঝিনাইদহ জেলা প্রতিনিধি: এবার যৌতুকের বলি শ্যালক। দুই লাখ টাকা সে যৌতুক চেয়েছিল। গরীব শশুর এ টাকা কিভাবে দেবে।
আপন দুলাভাই কতৃক কিশোর শালাকে স্পিড পানিয়ের সাথে বিষ প্রয়োগে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। শশুরের কাছে যৌতুক চেয়ে না পেয়ে সে এই অমানবিক নিষ্ঠুর অপকর্ম করেছে।
ঘটনাটি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ৩নং সাগন্না ইউনিয়ন পরিষদের বৈডাঙ্গা গ্রামের। বোনের সংসার টিকিয়ে রাখার কারণে তথ্যটি গোপনে রাখা হয়েছিল। ১১ দিন আগে তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যার অপচেষ্টা চালায় দুলাভাই রবিউল ইসলাম।
রবিউল ইসলামের বাড়ি একই উপজেলার সাধুহাটি ঘোপপাড়া গিলাপোলে।
কিশোর সাগরের অবস্থা খুবই করুণ। ডাক্তাররা তাকে ফেরত দিয়েছে।হু/ক
Leave a Reply