বানিয়াচং জেলা প্রতিনিধি : বানিয়াচংয়ে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল এগারোটায় বানিয়াচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বানিয়াচং ও আজমিরীগঞ্জের সংসদ সদস্য এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। বানিয়াচং উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অফিসার হাসিবুল হাসন শিপন, উপসহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক কৃষক বৃন্দ। বানিয়াচংয়ে মোট ১২০০শ কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ডি,এ,পি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
হু/ক
Leave a Reply