নওগাঁ জেলা প্রতিনিধিঃ- জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁর আত্রাই উপজেলার বিপ্রবোয়ালীয়া গ্রামে কৃষকের বোপন করা ০.৩৩ জমিতে ভূট্টা কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। স্থানীয় জমির মালিকানা দাবিদার শ্রী গনেশ চন্দ্র সাহা(৪৮) বিরুদ্ধে। এঘটনায় থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী কৃষক মোঃ লিটন। থানার অভিযোগ বিষয়টি সাংবাদিকে নিশ্চিত করেছেন আত্রাই থানার অফিসার ইনর্চাজ মোঃ জহুরুল ইসলাম।ওসি জহুরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনা তদন্ত শুরু করছে। এ ঘটনায় কৃষকের ফসলের ক্ষতি ও জমি দখল বিষয়ে কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উপজেলার বিপ্রবোয়ালী গ্রামের কৃষক লিটন সাংবাদিককে বলেন, বিপ্রবোয়ালিয়া গ্রামের নালিশি দাগের ভূমির মধ্যে২৫০৯ দাগে ০.৪৩একরের কাত০.২২ একর ও ২৬৬৬ নং দাগে০.২২ একরের কাত০.১১ একর একুনে০.৩৩একর জমিতে লিটন গং ভূট্টা চাষ করেন। উক্ত ভূট্টা কাটতে গেলে ঐ জমির মালিকানা দাবিদার শ্রী গনেশ চন্দ্র ভূট্টা কাটতে বাধাঁ প্রদান করেন। এত উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে রাতের আধারে মালিকা দাবিদার শ্রী গনেশ চন্দ্র ভূট্টা কেটে নষ্ট করে। এত লিজ গ্রহন কারী ও ভূট্টা রোপন কারীর অদ্ধ লক্ষাধীক টাকা ক্ষতি গ্রস্ত হয়। এ বিষয়ে ভূমি অফিস থেকে ভিপি সম্পত্তি মূলে লিজগ্রহন করে লিটন গং খাজনা খারিজ করে প্রায় দুই যুগ ধরে ভোগ দখল করছে। হঠাৎ করে তিন বছর পূবে একই গ্রামের ভারতগামী শ্রী গনেশগং উক্ত সম্পত্তি মালিকানা দাবিকরে একটি বেড়ার ঘর তৈরি বসবাস করে আসছে।এলাকার চাষিরা জানান. ১৯৭২ সালে বিপ্রবোয়ালীয়া মৌজায় ভিপি সম্পত্তি সম্পত্তি হিসেবে আত্রাই ভূমি অফিস থেকে লিজ গ্রহন করে চাষাবাদ শুরু করেন তাদের পূব পুরুষ। সব শেষ হালনাগাদ বছরের খাজনাও দিয়েছেন তারা। এর পরেও, গত তিন বছর ধরে সরকারি লিজকৃত সম্পত্তি দাবি করে জমির দখল নিতে মরিয়া হয়ে উঠছেন শ্রী গনেশ চন্দ্র সাহা গং। ইতো পূবে তাদের লোকজন কয়েক বার জমি দখল নিতে এসেছে বলেও জানান তারা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শ্রী গনেশ চন্দ্র তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন জমির প্রকৃত রেকড মুলে মালিক আমার দাদু শ্রী কাত্তিক চন্দ্র সাহা হলেও লিটনগং জোর পূবক গত কয়েক বছর ধরে জমিতে চাষাবাদ করছে।
হু/ক
Leave a Reply