দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন যুবদলের আহ্বায়ক মোঃ রাজু মিয়া।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দুইটার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন যুবদলের এই নেতা।
এর আগে গত ২১ এপ্রিল দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রাজু মিয়া।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রাজু মিয়া বলেন, “দলের প্রতি আনুগত্য থেকেই কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছি।”
এদিকে দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনোনয়নপত্র প্রত্যাহার না করে উপজেলা পরিষদ নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছেন চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহিমুল ইসলাম বুলবুল এবং ভাইস চেয়ারম্যান পদে পামূলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম।
এ বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু বলেন, “যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারনে দল থেকে বহিষ্কার করা হবে। তবে, যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হবে না।”
এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আহ্সান হাবিব বলেন, “দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ রাজু মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। আগামী ২ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।”
উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে তিন জন ছিলেন বিএনপি নেতা। আজ, বিএনপির একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং বাকি দুইজন ভোটের মাঠে রয়েছেন।
হু/ক
Leave a Reply