1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আগুনের গুজবে শত শত রোগীর আহাজারিতে থমকে গেল শহর  - OnlineTV
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আগুনের গুজবে শত শত রোগীর আহাজারিতে থমকে গেল শহর 

মালেকুজ্জামান
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

যশোর জেলা প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। তাড়াতাড়ি আসেন।’ যশোর ফায়ার সার্ভিসে ফোন করে এভাবেই আকুতি জানান একজন রোগীর স্বজন। খবর পেয়েই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  হাজির ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস দেখে, হাসপাতালে আগুন লাগার বিষয়টি ছিল নিছকই গুজব মাত্র। আগুন লাগার কোন ঘটনা নেই। তবে হাসপাতালে চার তলার শিশু ওয়ার্ডে এক বাচ্চাকে নেবুলাইজার দেয়ার জন্য বিদ্যুৎ বোর্ডে পিলাক দিলে শট সাকিটে বোর্ড পুরে যায়। আর এতে আগুন লাগার খবর প্রচার হয়। আতঙ্কে রোগীর স্বজন ফোন করে ব্যতিব্যস্ত হয়।

ততক্ষণে গোটা হাসপাতালে গোলমেলে অবস্থা। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে নেমে এসেছেন শত শত রোগী ও তাদের স্বজনেরা।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সাভিসের টিম বিষয়টিকে গুজব হিসেবে প্রমাণ করে প্রচার করে। তখন আতঙ্ক কেটে যাওয়ায় রোগীরা নিজ ওয়ার্ডে ফিরে যান। বুধবার (১মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে  এমন ঘটনা ঘটে।

যশোর সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, আগুনের খবর পেয়েছি এক রোগীর স্বজনের কাছ থেকে। পরে যেয়ে দেখি আগুন লাগার কোন ঘটনা ঘটেনি। হাসপাতাল খুঁজেও আগুনের সন্ধান পায়নি। মূলত এখানে গুজব তৈরি করা হয়েছে’।

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. আফসার আলী বলেন, আগুন লাগার কোন ঘটনা নেই। তবে শিশু ওয়ার্ডে এক বাচ্চাকে নেবুলাইজার দেয়ার জন্য বিদ্যুৎ বোর্ডে পিলাক দিলে শট সাকিটে বোর্ড পুরে যায়।’

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost