ঝিনাইদহ জেলা প্রতিনিধি: যৌতুক চেয়ে না পেয়ে দুলাভাই কর্তৃক শ্যালককে হত্যার অপচেষ্টা চালায় ঝিনাইদহে। ডাক্তাররা তাকে ফেরত দিয়েছিলো। তবে বাড়ি ফেরার পর তাকে অল্প সল্প থানা কোর্ট এলাকায় পিতা মাতার সাথে দেখা যায়। শেষ রক্ষা হয়নি। গত ৩০ এপ্রিল সাগর পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছে। বড় অসময়ে সে মৃত্যুবরণ করেছে। ডাক্তার জানায় ঘাস নিধন অসুধে তার ভিতরের সব কিছু পুড়ে শেষ হয়ে গিয়েছে।
এবার যৌতুকের বলি শালক। দুই লাখ টাকা সে যৌতুক চেয়েছিল। গরীব শশুর এ টাকা কিভাবে দেবে।
আপন দুলাভাই কতৃক কিশোর শালাকে স্পিড পানিয়ের সাথে বিষ প্রয়োগে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। শশুরের কাছে যৌতুক চেয়ে না পেয়ে সে এই অমানবিক নিষ্ঠুর অপকর্ম করেছে।
ঘটনাটি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ৩নং সাগন্না ইউনিয়ন পরিষদের বৈডাঙ্গা গ্রামের। বোনের সংসার টিকিয়ে রাখার কারণে তথ্যটি গোপনে রাখা হয়েছিল। ১১ দিন আগে তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যার অপচেষ্টা চালায় দুলাভাই রবিউল ইসলাম।
রবিউল ইসলামের বাড়ি একই উপজেলার সাধুহাটি ঘোপপাড়া গিলাপোলে।
কিশোর সাগর ৩০ এপ্রিল মারা গেছে। ডাক্তাররা তাকে আগেই ফেরত দিয়েছিলো। লাশ বাড়ি এনে তাকে নিজ গ্রামের কবরস্থানে ১ লা দাফন করা হয়েছে। এসময় সেখানে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বাড়ীর লোকজন ছাড়াও গ্রামের লোকজন হাউ মাউ করে কাঁদে।
হু.ক/
Leave a Reply