নিজস্ব প্রতিবেদকঃ
অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে।
জনজীবনে ফিরেছে প্রশান্তি।
ক্ষণিকের এই বৃষ্টি এপ্রিল জুড়ে প্রচন্ড খরতাপ তপ্ত অতিষ্ট জনমনে এনেছে শীতল আবেশ।
২ মে দিবাগত মধ্য রাতের পরে আকাশের গর্জন আর হাল্কা ঠান্ডা বাতাস শুরু হলে মানুষ অধীর আগ্রহ ভরে অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত একটুখানি বৃষ্টির আশায়।
অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। বৃষ্টি নেমেছে।
যদিও স্বল্প পরিমাণ বৃষ্টি হয়েছে, তথাপি জনমনে স্বস্তি ফিরে এসেছে।
কেউ কেউ এরকমও বলেছে যে, লজ্জা ভেংগেছে বৃষ্টির, এখন থেকে নামতে থাকবে।
সে যা-ই হোক না কেনো, যেখানে পুরো এপ্রিল মাস জুড়েই ছিলো প্রচন্ড গরম।
সেখানে হাল্কা বৃষ্টিতেই চারিদিকের বাতাস কেমন যেন প্রশান্তির পরশ বুলিয়ে দিয়ে গেলো।
Leave a Reply