সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে ইংরেজি প্রভাষক মোঃ ইকবাল হোসেন কর্তৃক প্রধান অফিস সহকারি মোঃ আব্দুল হাই এর উপর হামলা ও শারিরিকভাবে নিযাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে অত্র কলেজের তৃতীয় ও চর্তুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দ। ৮ মে বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধব অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আব্দুল হাই লিখিতভাবে ইংরেজি প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি এ প্রতিনিধি কে জানান, গত ৭ মে মঙ্গলবার কারেন্ট না থাকায় তিনি শিক্ষকদের সাথে কুশল বিনিময়ের লক্ষে শিক্ষকদের রুমে যান। তিনি শিক্ষক রুমে ঢুকে উপস্থিত শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক মো: মনিরুল ইসলাম বলেন আব্দুল হাই সাহেব উপবৃত্তির খবর কি এখন শুনছি নগদে একাউন্ট খুলতে হবে সে বিষয়ে আমার এক আত্মীয়র ছেলে ফোন করছে। তখন আমি বললাম স্যার আপনি তাকে কলেজে আসতে বলেন ফোনে সমাধান হবে না নগদ খুলতে তার জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর লাগবে সারসরি না আসলে হবে না। তখন ইংরেজি প্রভাষক মোঃ ইকবাল হোসেন বলেন আপনারা এ বিষয়টি আগে জানাননি। আমি বলি জানানো হয়েছে। প্রভাষক বলেন জানানো হলে এমন হচ্ছে কে? আমি বলি আপনি বিষয়টি ভাল করে বোঝেন তারপর কথা বলেন। সরকারি নির্দেশ মোতাবেক নগদ ছাড়া অন্য কোন মোবাইল ব্যাংকিং চলবে না। এরপর তিনি চড়াওভাবে আবারও বললেন তা আগে জানাননি কেন। তখন আমি তাকে উত্তেজিত হতে নিষেধ করলে তিনি আরো উত্তেজিত হয়ে এক পর্যায়ে আমার জামার কলার ধরে আমাকে কিল ঘুসি মারেন। এ বিষয়ে ইংরেজি প্রভাষক মোঃ ইকবাল হোসেন এ প্রতিনিধিকে জানান, মোঃ আব্দুল হাই অধ্যক্ষের ইঙ্গিতেই পূর্ব পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য শিক্ষক রুমে এসে আমার সাথে গোলযোগ করেন। কারণ তিনি একজন তৃতীয় শ্রেণির কর্মচারী তার শিক্ষক রুমে কোন কাজ থাকতে পারে না। উক্ত বিষয়ে অত্র কলেজের অধ্যক্ষ এ.আর.এম. মোবাশ্বেরুল হক বলেন, বিষয়টি আমাকে লিখিতভাবে জানানো হয়েছে আমি উক্ত বিষয়ে আমার কলেজ কমিটিকে অবহিত করেছি।
হু.ক/এসময়
Leave a Reply