1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনঃ ঘোড়া, চশমা, হাঁস নির্বাচিত।

ফাহিম সরকার
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বিরামপুর উপজেলা প্রতিনিধি: বিপুল ভোটে বিরামপুরে পারভেজ কবির চেয়ারম্যান, আতাউর রহমান ভাইস চেয়ারম্যান ও উম্মে কুলসুম বানু মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত ।উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী: মো: পারভেজ কবীর (ঘোড়া মার্কা)। প্রাপ্ত ভোট: ৪২৯৬৭, নিকটতম প্রতিদ্বন্দী: মো: মতিউর রহমান (আনারস মার্কা), প্রাপ্ত ভোট: ৩২৮০৭। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী: মো: আতাউর রহমান (চশমা মার্কা)। প্রাপ্ত ভোট: ৩২৬১৫, নিকটতম প্রতিদ্বন্দী: খোরশেদ আলম (টিউবওয়েল মার্কা) প্রাপ্ত ভোট: ১৭১৮৩।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী: উম্মে কুলসুম বানু (হাঁস মার্কা)। প্রাপ্ত ভোট: ২৯৮০৭,  নিকটতম প্রতিদ্বন্দী: মোছা: আমেনা বেগম (বৈদ্যুতিক পাখা), প্রাপ্ত ভোট: ২২৪২৩।

বিরামপুর উপজেলা বাসী পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়ায় বিরামপুর উপজেলার সকল ইউনিয়ন পাড়া মহল্লায় আনন্দ মিছিল উল্লাস করতে দেখা গেছে।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost