নড়াইল জেলা প্রতিনিধি: দৈনিক সমকালের কালিয়া (নড়াইল) প্রতিনিধি মশিউল হক মিটু (৬২) ইন্তেকাল করেছেন। (ইনা লিল্লাহী ওয়া ইনা ইলাইহি রাজিউন)। বুধবার (৮ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান। গত দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়ে। বুধবার সকাল থেকে প্রেসার কম যায়। মৃত্যকাল তিনি স্ত্রী ও দু’পূত্র সন্তান রেখে গেছেন । তাঁর মৃত্যুতে নড়াইল, কালিয়া ও লোহাগড়া প্রেসক্লাবের সাংবাদিকসহ এলাকায় শোকর ছায়া নেমে এসেছে ।
দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে কালিয়া প্রতিনিধি হিসেবে সততা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া ১৯৯২ সালে কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৭ অক্টাবর স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় তিনি ও তার স্ত্রী রীনা বেগম নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার শিকার হন। বোমা হামলায় মিঠুর ডান হাতের বৃদ্ধা আঙ্গুল উড়ে যায়। এর পর থেকে ডান হাতর বাকি আঙ্গুল অকেজো হয়ে পড়ে। সেই থেকে তিনি ও তার স্ত্রী পুরাপুরি সুস্থ হতে পারেননি।
হু.ক/এসময়
Leave a Reply