নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল-লক্ষীপাশা সড়কের লোহাগড়া পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক, শিক্ষক ও তার স্কুল পড়ুয়া মেয়েসহ তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজুপুর গ্রামের কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক মোঃ চুন্নু মিয়া(৫৫) তার মেয়ে মিমকে বাইসাইকেলে করে লক্ষীপাশা গার্লস স্কুলে পৌছে দিচ্ছিলেন।
সকাল ৭টার দিকে রাস্তা পার হবার সময় লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেল চালক মুছা (১৮) নিয়ন্ত্রন হারিয়ে বাইসাইকেলে আঘাত হানে।
এসময় শিক্ষক মোঃ চুন্নু মিয়া, তার মেয়ে মিম (১৩)সহ মোটরসাইকেল চালক মুছা আহত হন।
পথচারীরা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
আহত মটোরসাইকেল লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে ও গুরুতর আহত স্কুল শিক্ষক চুন্নু মিয়ার মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ওই শিক্ষককে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মোটরসাইকেল চালক লক্ষীপাশা এলাকার সাহিদুল ইসলামের ছেলে।
শিক্ষকের পরিবার জানায়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই শিক্ষককে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
এখনো তার জ্ঞান ফেরেনি।
অবস্থা আশংকাজনক।
Leave a Reply