নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
নগরকান্দায় ভাবিকে কুপিয়ে আহত করার অভিযোগ পুলিশ কনস্টেবল দেবর শামীম সরকারের বিরুদ্ধে।
আহত মোছাঃ শ্যামলী বেগম বলেন, বাড়ির জায়গা নিয়ে হাসান সরকার, শামীম সরকার উভয় পিতা মৃত নয়া সরকার গ্রাম জিয়াকুলি থানা নগরকান্দা সহ মোট ৬ জনকে আসামী করে ৯ মে বৃহস্পতিবার নগরকান্দা থানায় একটি অভিযোগ করি।
থানায় অভিযোগ করায় ১০ মে শুক্রবার বেলা ১ টার সময় আমার দেবর পুলিশ কনস্টবল শামীম সরকার ধারালো অস্ত্র দিয়ে তার ভাবীর মাথায় কোপ দেয় এবং তার পরিবারের মা, বোন, স্ত্রীকে মারপিট করে। মারপিট করে শামীম সরকার বাড়ি থেকে পালিয়ে যায়।
এবিষয় অভিযুক্ত দেবর পুলিশ কনস্টেবল শামীমকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
তবে শামীম সরকারের ভাই হাসান বলেন, ঘটনা সব মিথ্যা। আমরাও থানায় অভিযোগ করেছি। এছাড়া তিনি বলেন আমার ভাই ঢাকায় চাকরি করে।
নগরকান্দা থানার এস আই আক্কাচ বলেন, পূর্বে একটি অভিযোগ রয়েছে, আজকের ঘটনায় কোন অভিযোগ পাইনি।
লিখত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply