গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকা পড়ে ১ রোগী মারা গেছেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ লিফ্ট বন্ধ হয়ে যাওয়ায় মমতাজ বেগম (৫৩) নামে একজন ভর্তি রোগি মারা গেছে।
১২ মে, রবিবার সকাল ১১ টায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম, কাপাসিয়া উপজেলার বারিগাও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী।
মমতাজের পরিবার জানায়, রোগি নিয়ে লিফটের ১১ তলা থেকে ৪র্থ তলায় আসার পথে লিফ্ট আকস্মিক বন্ধ হয়ে যায়।
এতে ৪৫ মিনিট লিফ্ট এর ভিতরে রোগি নিয়ে আটকে পড়ি।
পরে হাসপাতালের লোকজন লিফ্ট ফাঁকা করে আমাদের বের করে। বের হওয়ার আগেই আমাদের রোগী মারা গেছে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসনিন জাহান বলেন, লিফ্ট এর ভিতরে একজন রোগি মারা গেছেন।
এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
বিস্তারিত পরে জানা যাবে।
Leave a Reply