1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
নামিদামি বিভিন্ন কোম্পানির নকল জুস তৈরির সময় ভোক্তার অভিযান - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

নামিদামি বিভিন্ন কোম্পানির নকল জুস তৈরির সময় ভোক্তার অভিযান

এম এ আজিজ
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

গাজীপুর জেলা প্রতিনিধি: 

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় রবিবার (১২ মে) দুপুুরে ভেজাল রোধে একটি নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছেন।

এনএসআই’র দেয়া তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা সহকারী পরিচালক শরিফুল ইসলাম নেতৃত্বে যৌথ সমন্বয়ে নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর গাজীপুর জেলা সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, র্দীঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে নকল খাদ্য পন্য উৎপাদনকারী চক্রটি গোপনে শিশুখাদ্য সহ অন্যান্য করে আসছিল মর্মে তথ্যের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন নামী-দামী কোম্পানির লোগো সম্বলিত নকল জুস (প্রায় ১৫০০ টি), চিপস, সয়াবিন তেল, চকোলেটের মোড়ক, জুসের খালি বোতল (৭০০০-৮০০০ হাজার) জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে কারখানার মালিক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

তবে কারখানা সাময়িক সিলগালা করা হয়েছে।

তবে অভিযানের খবর পেয়ে আগে থেকেই কারখানার লোকজন সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost