শ্রীমঙ্গল (মৌলভীবাজার) জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এম.পি। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান -২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে,সোমবার (১৩ মে) ২০২৪ খ্রিঃ দুপুরে শ্রীমঙ্গল খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস, এম সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক, মিলন কান্তি চাকমা। এতে স্বাগত বক্তব্য হিসেবে শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডলের উপস্থাপনায় ও মৌলভীবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি, জহর তরফদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলায কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আব্দুস সামাদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক ও বিভিন্ন পেশার কেটে খাওয়া শ্রমিক।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে এবার সরকার কৃষকের কাছ থেকে মণ প্রতি (৪০ কেজি) ১,২৮০ টাকা ধরে বোরো ধান ক্রয় করছেন। উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি তাদের ধান বিক্রয় করতে পারবেন বলে জানা গেছে।
এ বছর শ্রীমঙ্গলে কাঙ্ক্ষিত পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার এর নিকট আদ্রর্তা পরিমাপক যন্ত্র রয়েছে। এতে মাঠ পর্যায়ে ধানের আদ্রর্তা পরিমাপ করে দিচ্ছেন।
খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীণ বোরো সংগ্রহ- ২০২৪ মৌসুমে শ্রীমঙ্গলে সিদ্ধ চাল ৩,৫৯৫ মেট্রিক টন, আতপ চাল ৪৩ এবং ধান ১,৪৫৪ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে আগামী দুই মাস পর্যন্ত।
হু.ক/এসময়
Leave a Reply