যশোর জেলা প্রতিনিধি: যশোর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী তৌহীদ চাকলাদার ফন্টু তার মোটরসাইকেল প্রতীকের পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার ১৪ মে দুপুরে প্রেসক্লাব যশোরে এই মতবিনিময় সভার আযোজন করা হয়। প্রেসক্লাব যশোরের শহীদ আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। তিনি তার মোটরসাইকেল প্রতীকে জন্য ভোট চান।
এ সময় প্রার্থী ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোস্না আলা মিলিও উপস্থিত ছিলেন। তারাও এই প্যানেলটির জন্য ভোট চান।
,মোটরসাইকেল প্রতীক তথা ফন্টুর নির্বাচনের প্রধান সমন্বয়কারী অ্যাড. মোশারফ হোসেন ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. গাজী আব্দুল কাদির মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবীর সুমন ও ফন্টু অনুসারীরা।
মতবিনিময় সভায় প্রেসক্লাব যাশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ। মতবিনিময় সভায় সময় বিভিন্ন প্রশ্নসহ মতামত ব্যাক্ত করেন, করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা প্রমুখ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
হু.ক/এসময়
Leave a Reply