যশোর জেলা প্রতিনিধি: আজ ১৩ মে সোমবার সকালে যশোর জেলা নির্বাচন অফিসে সদর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
যশোর জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ করেন।
চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী পেয়েছেন আনারস, মোহিত কুমার নাথ শালিক পাখি, আনোয়ার হোসেন বিপুল দোয়াত কলম, শফিকুল ইসলাম জুয়েল কাপ পিরিচ, ফাতেমা আনোয়ার ঘোড়া এবং তৌহিদ চাকলাদার ফন্টু মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল পেয়েছেন টিউবওয়েল, শেখ জাহিদুর রহমান লাবু বৈদ্যুতিক বাল্ব, শাহাজান কবির শিপলু চশমা, কামাল খান তালা ও মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।
এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জ্যোৎস্না আরা মিলি কলস, বাশিনুর নাহার ঝুমুর ফুটবল এবং শিল্পী খাতুন হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
উল্লেখ্য, সারাদেশের উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে যশোর সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
যশোর-৩ (সদর) আসনে ১৮৯টি ভোট কেন্দ্রে ১৩১৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৬৩০টি ও মহিলা কক্ষ ৬৮৫টি। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৯৩৭ জন।
পুরুষ ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৪৭ জন। মহিলা ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৮৪ জন, হিজড়া ভোটার ৬ জন।
হু.ক/এসময়
Leave a Reply