নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় শ্রমজীবী ভ্যানচালকদের মাঝে বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার (পিএএ) এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর,সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ্, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার প্রমুখ।
এসময় প্রায় শতাধিক শ্রমজীবী ভ্যান চালকদের মাঝে বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ করেন।
হু.ক/এসময়
Leave a Reply