1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
যশোরে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

যশোরে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

মালেকুজ্জামান
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

যশোর জেলা প্রতিনিধি: যশোরসহ তিন জেলার ডিসি, এসপি ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব:)। দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার সকালে যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব:)। সভাপতিত্ব করে যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ মাগুরা ও নড়াইল জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নির্বাচন সংশ্লিষ্ট তিনটি জেলার কর্মকর্তারা।

সভায় আসন্ন দ্বিতীয় ও তৃতীয় উপজেলা নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নির্বাচন কমিশনার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি সাংবাদিকদের সাথেও মত বিনিময় করেন।

এরপর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৭ মে যশোরে প্রার্থী ৬১ ভোটার ৮২৩৯ জন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে।

শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিটি কলেজের মূল ভবনে দু’টি, পুরাতন ভবনের টিন শেডে চারটি, নতুন টিন শেডের দু’টি কক্ষে ২০০ বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। ১৭ মে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলায় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে।

এবারের নির্বাচনে ইউনিয়নের নয়টি পোর্ট ফোলিও’র ১৭টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনের নয় হাজার ৬৮২ জন সদস্যের মধ্যে আট হাজার ২৩৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরমধ্যে সভাপতি পদে তিনজন, সহসভাপতির তিনটি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, যুগ্ম সম্পাদক পদে দু’জন, সহসাধারণ সম্পাদকের দু’টি পদে সাতজন, সাংগঠনিক সম্পাদক পদে দু’জন, প্রচার সম্পাদক পদে পাঁচজন, কোষাধ্যক্ষ পদে তিনজন ও ছয়টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন।

নির্বাচন পরিচালনার জন্য ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী ৬ সদস্যর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান পদে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট এবং সদস্য সচিব পদে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মো.ফিরোজ।

যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ১২ জুন যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে বুধবার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার কমলেশ মজুমদার স্বাক্ষরিত তফশীল অনুযায়ী নির্বাচন হবে চলতি বছরের ১২ জুন।

যশোর জেলা ক্রীড়া সংস্থায় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি। দায়িত্বশীলরা গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলারদের নামের তালিকা যথা সময়ে নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করেননি। এর ফলে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। দেখা দেয় জটিলতা। জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নম্বর ৩৪.০৩.০০০০.০০২.৪৩.০০৫১২-৯১৬ তারিখ ১৮ এপ্রিল, ২০২৪ পত্র অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। এই কমিটি ৯০ দিনের মধ্যে জেলার বৃহৎ ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করবেন। এডহক কমিটি নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। এই নির্বাচন কমিশনার নির্বাচনী তফশীল ঘোষণা করেন।

সর্বশেষ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে ক্রীড়া সংগঠকরা দু’টি গ্রুপে বিভক্তি হয়ে নির্বাচনে অংশ নেন। মল্লিক-সালেক-কবির ক্রীড়া উন্নয়ন প্যানেল থেকে ২৪ জন ও মকসেদ সফী-সরু চৌধুৃরি ও আসাদুজামান মিঠু প্যানেল থেকে তিনজন নির্বাচনে জয়ী হন।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost