হবিগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের প্রতীক বরাদ্দ দেওয়ার পর পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখব পরিবেশ। চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীদের।
ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ২ দিন। তাই শেষ প্রচার-প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের।
প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ২১ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।
তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, ১১নং গজনাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান চৌধুরী সেফু, সাবেক জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, এ কে এম নুর উদ্দিন চৌধুরী বুলবুল, বিশিষ্ট শালিস বিচারক শাহ আবুল খায়ের, সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, লন্ডন প্রবাসী শেখ মোস্তফা কামাল।
বিরামহীন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৯ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাইফুল জাহান চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, লন্ডন প্রবাসী অনর উদ্দিন চৌধুরী জাহিদ, সাংবাদিক মুরাদ আহমদ, হেলাল চৌধুরী, আলমগীর চৌধুরী সালমান, মুফতি সিদ্দিকুর রহমান, আব্দুল আলীম ইয়াছিনী, রুবেল তালুকদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী।
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।
হু.ক/এসময়
Leave a Reply