যশোর জেলা প্রতিনিধি: যশোর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারের ঘোড়া মার্কায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে যাশোর শহরের সরকারি এম এম কলেজ কেন্দ্রিক ভোট এলাকা খড়কি মোড়, কলেজ পাড়া কবর স্থান, আপন মোড় এলাকায় এই গণ সংযোগে নেতৃত্ব দেন আশিকুর রহমান চঞ্চল।
গণ সংযোগে আরো ছিলেন বাবলু মোড়ল ভাই।
আরো উপস্থিত ছিলেন, মুক্তা মোড়ল, মানু গাজী, মুনতাজ আলী বিশ্বাস, হাবি, আনোয়ার, জাহাঙ্গীর, সাত্তার, মিজান, কুদ্দুসসহ অর্ধ শত নারী পুরুষ।
হু.ক/এসময়
Leave a Reply