নড়াইল জেলা প্রতিনিধি: ২১মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইলে সদর ও লোহাগাড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের চন্ডীপুর ইউনিয়নের ৪০ বছরের চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়া আনারস প্রতীকে এবার সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের তোফায়েল আহমেদ তুফানের থেকে ২৭৭৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়া ৪৫০৮৫ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী তোফায়েল আহমেদ তুফান পেয়েছেন ৪২৩০৬ ভোট।
এছাড়া লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী এ.কে. এম ফয়জুল হক রোম বে-সরকারী ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী এস.এম.এ হান্নান রুনু হেলিকপ্টর প্রতিকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৬০০।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতিকে ২৩ হাজার ৮৭৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী টিয়া পাখি মার্কায় ভোট পেয়েছেন ২১ হাজার ৫৩৯।
এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকে ৩৬ হাজার ৭১৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হন ফারহানা ইয়াসমিন ইতি। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোছা. কাকলি বেগম হাঁস প্রতিকে ভোট পেয়েছেন ২৫ হাজার ১৩।
নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ মাশরাফি বিন মুর্তজা লোহাগড়া ও নড়াইল সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও মাশরাফি বিন মর্তুজা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসক,পুলিশ সুপার নড়াইল, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণের জন্য সকল ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানান।
যারা বিজয়ী হতে পারেননি তাদেরকেও শুভকামনা জানিয়েছেন।
হু.ক/এসময়
Leave a Reply