1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
লামায় শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ১, আহত ৭ - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

লামায় শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ১, আহত ৭

মোঃ মোরশেদ আলম চৌধুরী
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

লামায় শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ১, আহত ৭।

নিজস্ব প্রতিনিধঃ 

লামায় শ্রমিকবাহী পিকআপ দুর্ঘটনায় মোঃ জাহাঙ্গী (২২) নামে একজন শ্রমিক মারা গেছে। এই ঘটনায় অন্তত আরো ৭জন শ্রমিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২২ মে) সকালে লামা ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ও আহত শ্রমিকরা চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গজালিয়া গাইন্ধ্যা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালায় কাজে গাড়ি করে ১৫জন শ্রমিক যাচ্ছিলেন।

বদরটিলা এলাকায় বড় পাহাড় উঠার পথে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় গাড়ির চাপা পড়ে শ্রমিক মোঃ জাহাঙ্গীর নামে একজন ঘটনাস্থলে মারা যায়।

এই ঘটনায় অন্ততআরো ৬ জন শ্রমিক আহত হয়। আহতদের অন্য গাড়িতে করে চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে।

তবে আহত নিতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মফিজ বলেন, পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে।

লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

গাড়িটি সরিয়ে যোগাযোগ সচল করতে চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost