জামালপুর জেলা প্রতিনিধি – জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ পুর্বপাড়া জামে মসজিদের দুই পার্শে বাউন্ডারী ওয়াল ও ওয়ালের ওপর গ্রীল নির্মিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দকৃত সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSlD-2) ডিপিপির আওতায় একটি মসজিদ উন্নয়নের কাজ বাস্তবায়িত করা হয়। বর্তমান সময়ে এই মসজিদটি বাড়িয়ে দিয়েছে পুরো এলাকার সৌন্দর্য। এক সময় এই অবহেলিত গ্রামে ছোট আকারের একটি মসজিদ ছিল সেই মসজিদে শুক্রবারের দিন জামাতে সবাই একসঙ্গে নামাজ আদায়ের সময় দেখা দিত নানা সংকট। গ্রামবাসীদের অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো। যার প্রেক্ষিতে আরেকটি মসজিদ নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। উক্ত মসজিদের সীমানা নির্ধারন করার জন্য বাউন্ডারি ওয়াল এর বিশেষ প্রয়োজন ছিলো তার প্রেক্ষিতে বাউন্ডারি ওয়াল এর কাজ করা হয়। যা বর্তমানে সব চাইতে বেশি আকৃষ্ট করেছে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করতে, যা দূর থেকে দেখলে যে কেউ মুগ্ধ হবে।
নামাজ আদায় করতে আসা স্থানীয় বাসিন্দা রফিক বলেন, মসজিদের দুই পার্শে বাউন্ডারী ওয়াল ও ওয়ালের ওপর গ্রীল মসজিদ এর সীমানা নির্ধারনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহান আল্লাহ তালার অশেষ রহমতে ও এলজিইডির সহযোগিতায় নির্মিত হয়েছে। আমরা সরকার ও সরিষাবাড়ী উপজেলা প্রশাসন এবং এলজিইডিকে ধন্যবাদ জানাই। এছাড়াও মসজিদের কমিটির লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত কাজের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে কথা হলে সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ভাটারা ফুলদহ পুর্ব পাড়া মসজিদ সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSlD-2) ডিপিপির অন্তর্ভুক্ত একটি মসজিদ। যার কারণে আমরা মসজিদ কমিটির লোকজন এর সাথে যোগাযোগ করে সরজমিনে পরিদর্শন করে প্রাক্কলন প্রস্তুত করা হয় এবং প্রাক্কলন মোতাবেক কাজ সম্পন্ন হলে, ঠিকাদারের বিল পরিশোধ করা হয়।
হু.ক/এসময়
Leave a Reply