1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
হবিগঞ্জের ৪ উপজেলায় বর্তমান সব চেয়ারম্যানের পরাজয় - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

হবিগঞ্জের ৪ উপজেলায় বর্তমান সব চেয়ারম্যানের পরাজয়

মোঃ সেলিম উদ্দিন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ও দ্বিতীয় ধাপে জেলার ৪টি (বানিয়াচং-আজমিরীগঞ্জ ও বাহুবল-নবীগঞ্জ) উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে ৪টি উপজেলাতেই বর্তমান ৪ চেয়ারম্যানের ভরাডুবি হয়েছে। এর মধ্যে জামানত হারিয়েছেন ২ জন। শুধু তাই নয়, ভরাডুবি’র তালিকায় রয়েছেন ৩টি (বানিয়াচং-আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ) উপজেলার বর্তমান ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও।

তাদের মধ্যে কেউই এবারের নির্বাচনে বিজয়ী হতে পারেননি। যদিও বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচনে অংশ গ্রহন করেননি। বানিয়াচং ও আজমিরীগঞ্জে সাবেক দুই চেয়ারম্যান নির্বাচিত হলেও বাহুবল ও নবীগঞ্জে নির্বাচিত হয়েছেন নতুন দুই মুখ। এছাড়া বানিয়াচংয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেও তিনটি উপজেলায় ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এতে এবারের ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক কোন জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি।

জানা যায়, ২য় ধাপে গত মঙ্গলবার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চরম ভরাডুবি হয়েছে বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের। তিনি নির্বাচনে অংশ নিয়ে ঘোড়া প্রতীকে মাত্র ২৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অপরদিকে তার সাথে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে ১৮ হাজার ৬৮২ ভোট পেয়ে প্রথম বারের মত বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন।

ওই উপজেলায় বর্তমান ভাইস-চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন নির্বাচনে অংশ গ্রহন করেনি। নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ১৮ হাজার ৩৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন হাফেজ কামরুল ইসলাম। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১৫ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মোছাঃ নাজমুন নাহার (রীতা)। তারা দুজনই নতুন।

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৮ জন। এর মধ্যে ভরাডুবি হয়েছে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭৫১ ভোট। অপরদিকে তাকে পরাজিত করে চিংড়ি মাছ প্রতীকে ২৫ হাজার ১৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদ্য বহিঃস্কৃত উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক নতুন মুখ মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু।

এছাড়া ওই উপজেলায় ভরাডুবি হয়েছে বর্তমান ভাইস-চেয়ারম্যান গতি গোবিন্দ দাশের। তিনি মাইক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৮ ভোট। তার সাথে নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ৩৯ হাজার ৭৬০ ভোট পেয়ে প্রথম বারের মত নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল জাহান চৌধুরী।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ভরাডুবি হয়েছে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগমের। তিনি হাঁস প্রতীকে ২৩ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন। অপরদিকে ওই পদে ফুটবল প্রতীকে ৮৬ হাজার ৬১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নতুন মুখ শেখ ছইফা রহমান (কাকলী)।

এর আগে ১ম ধাপে গত ৮ মে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। এর মধ্যে বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চরম ভরাডুবি হয়েছে বর্তমান চেয়ারম্যান হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরীর।

তিনি মোটর সাইকেল প্রতীকে ৩১ হাজার ৭৭২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপরদিকে তার সাথে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৪২ হাজার ৮২৩ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। এছাড়া ওই উপজেলায় ভরাডুবি হয়েছে বর্তমান ভাইস চেয়াম্যান ফারুক আমীনের। তিনি উড়োজাহাজ প্রতীকে ৬ হাজার ৪২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তার সাথে নির্বাচনে অংশ নিয়ে চশমা প্রতীকে ২৬ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশরাফ হুসেন খান। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে ৪৫ হাজার ৬৮৪ ভোট বেসরকারীভাবে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি। ওই পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার নির্বাচনে অংশ গ্রহন করেননি।

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চরম ভরাডুবি হয়েছে বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসানের। তিনি আনারস প্রতীকে ৫ হাজার ৫০৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তার সাথে নির্বাচনে অংশ নিয়ে কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ৪৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো.আলাউদ্দিন মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ১১ হাজার ৫০০ ভোট পেয়ে বেসরকারীভাবে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নতুন মুখ মিলোয়ার হোসেন। ওই পদে সাবেক ভাইস-চেয়ারম্যান মমিনুর রহমান সজিব নির্বাচনে অংশ নেননি। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ১৯ হাজার ৭৩৮ ভোট নির্বাচিত হয়েছেন নতুন মুখ মাহমুদা আক্তার রেপা। এবারের নির্বাচনে জেলার ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান কোন জনপ্রতিনিধি কেউই নির্বাচিত হতে পারেননি।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost