1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

দেবীগঞ্জে নির্বাচনি প্রতিহিংসার মামলায় গ্রেফতার পাঁচ(৫)

মোঃ জমির উদ্দীন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং সরকারি গাড়ি ভাংচুর ঘটনার মামলায় আরও পাঁচ(৫) জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে সাত(৭) ।

বুধবার (২২ মে) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময় কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকায় পাঁচ (৫) জনকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন- শালডাঙ্গা ইউনিয়নের মধ্যশিকারপুর এলাকার গজেন্দ্রনাথ রায়ের ছেলে জগদীশ চন্দ্র রায় ও স্বপন চন্দ্র রায়, একই এলাকার ভুপেন্দ্র নাথ বর্মনের ছেলে পরিমল চন্দ্র বর্মন, মৃত সলেমান শাহের ছেলে মোঃ সোহাগ শাহ এবং ছত্রশিকারপুর এলাকার জগদীশ চন্দ্র বর্মণের ছেলে অজয় চন্দ্র বর্মন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, গতকাল বিকালে নির্বাচনী সহিংসতার ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বেলা সাড়ে বারোটায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেড়ি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এঘটনায় ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost