নড়াইল জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে প্রায় আড়াই যুগ পর অর্থাৎ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
আগামী ২৮ মে ২০২৪ মঙ্গলবার সকাল ১১টায় নড়াইল শহরের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলন সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নড়াইলে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মে) বেলা ১১টায় নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকায় পালকি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক সুব্রত পাল। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্তকেন্দ্রীয় নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, কার্তিক দাস, সাইফুল ইসলাম তুহিন,হাফিজুল নিলু প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা শামছুল আলম, বিপ্লব মুস্তাফিজ দেলোয়ার হোেেসন শাহাজাদা, অ্যাডভোকেট নূরুজ্জামান বাবু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাড. কাজী বশির আহমেদ, কার্যনির্বাহী সদস্য শেখ মো: তরিকুল ইসলাম, এ এন এম ইমরুল হক, মো: সজিবুল ইসলাম প্রমুখ। নড়াইল জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক গাউছুল আজম মাছুম প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের জানানো হয়, দু’টি ধাপে নড়াইল জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে থাকবে সম্মেলনের শুভ উদ্বোধন ও আলোচনা পর্ব। পরবর্তীতে থাকবে কাউন্সিল অধিবেশন। কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নড়াইল জেলা যুবলীগের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা হবে।
আগামী ২৮ মে মঙ্গলবার সকাল ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি যুবনেতা শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি। প্রধান বক্তা থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপি। বিশেষ অতিথি থাকবেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিএম কবিরুল হক মুক্তি এমপি। বিশেষ বক্তা থাকবেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) সুব্রত পাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-কৃষি সমবায় সম্পাদক মোল্লা রওশন জামির রানা,কার্যনির্বাহী সদস্য অ্যাড. কাজী বশির আহমেদ ও অ্যাড. শেখ তরিকুল ইসলাম, কেন্দ্্রীয় সদস্য এ এন এম ইমরুল হক, শাহিন আহমেদ ও সজিবুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন। সঞ্চালনায় থাকবেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. গাউছুল আজম মাছুম ও মাহফুজুর রহমান।
এ উপলক্ষে নড়াইলে সাজ সাজ রব রব অবস্থা বিরাজ করছে।
হু.ক/এসময়
Leave a Reply