ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে শিউলি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
২৪ শে মে রোজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয। তিনি দুবাই প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী।
১৮ বছর আগে সদর ইউনিয়নের আব্দুর রহমানের সঙ্গে বিয়ে হয় শিউলির। স্বামী প্রবাসে থাকায় সন্তান নিয়ে ওই বাড়িতে থাকতেন শিউলী। ঘটনার আগের দিন একমাত্র মেয়ে চাঁদনী পাশের ইউনিয়ন পূর্বভাগে নানার বাড়ি যায়। সকালে স্বজনদের মাধ্যমে সে জানতে পারে মায়ের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। চাঁদনীর অভিযোগ তার মাকে হত্যা করা হয়েছে।
প্রতিবেশীরা জানান,সকাল ১০ঘটিকার সময় একজন দুধ দিতে আসেন। বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় তিনি আমাকে ডেকে আনেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা খুলে ভেতরে গিয়ে দেখি মরদেহ পড়ে রয়েছে।তাঁর মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।’
শিউলির ভাই লোকমান মিয়া বলেন, বোনের শরীরে রক্তের দাগ। নাক মুখ দিয়েও রক্ত বের হচ্ছিল। যে বিছানায় ঘুমিয়েছিল সেই বিছানা বালিশেও রক্তের দাগ রয়েছে।সে বলে তার বোনকে কেউ হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।
ইউপি সদস্য মো. আজদু মিয়া জানান, আগের রাত ২টার দিকে স্থানীয়রা কয়েকজনকে ওই বাড়িতে আসা-যাওয়া করতে দেখেছে। তবে ঘরের মালপত্র, নগদ টাকা বা স্বর্ণালংকার নেওয়ার ঘটনা ঘটেনি। প্রকৃত ঘটনা কী তদন্ত ছাড়া বলা সম্ভব না।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সোহাগ রানা জানান, লাশের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।
হু.ক/এসময়
Leave a Reply