1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটির উদ্যোগে তামাক বিরোধী অবস্থান কর্মসূচী পালিত - OnlineTV
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটির উদ্যোগে তামাক বিরোধী অবস্থান কর্মসূচী পালিত

আমির হোসেন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মিতুসেতু চেরিট্যাবেল সোসাইটির উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাক বিরোধী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৫মে) সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালিত হয়।

আন্তর্জাতিকভাবে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “Protecting children from tobacco industry interference” বাংলায় প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে, “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি”।

সভায় বক্তব্য রাখেন সুজন, সু-শাসনের জন্য নাগরিক’র সাধারণ সম্পাদক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মোঃ আমির হোসেন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাস, মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আকন, মানব সেবার নির্বাহী পরিচালক গাজী ডাঃ রেজাউল করিম, দুমাউসের প্রকল্প সমন্বয়কারী আবুল হাচান, হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আইটি সম্পাদক সাংবাদিক অরবিন্দ পোদ্দার তপু, নারী নেত্রী শাহনাজ পারভীন প্রমুখ।

প্রতিবছর সারাদেশে জোটের সদস্য সংগঠনগুলোর ন্যায় মিতু সেতু চেরিট্যাবেল সোসাইটি যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করে থাকে।

এরই প্রেক্ষিতে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় বাজেটে “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের মূল্য ও কর বৃদ্ধি করার দাবিতে” এ অবস্থান কর্মসূচী পালিত হযেছে।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost