বানিয়াচং উপজেলা প্রতিনিধি: বানিয়াচং উপজেলা পরিষদের দ্বিতীয় বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান, আশরাফ হোসেন খান (সুমন), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি আক্তারকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করল উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ।
মঙ্গলবার (২৮ মে) সকাল বারোটায় উপজেলা হলরুমে ৬ ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় অংশগ্রহণ নিতে আসলে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ৬ ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় উপস্থিত থাকা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানদের ও ইউপি চেয়ারম্যানদের কে ধন্যবাদ জানান, দ্বিতীয় বারের মত নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (বানিয়াচং ও আজমিরীগঞ্জের) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি, এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মিনারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান, শামসুল হক, মিজানুর রহমান খান, আব্দুল আহাদ, আরফান উদ্দিন, মাসুদ কোরানী মক্কী, প্রমুখ।
হু.ক/এসময়
Leave a Reply