পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে যুক্তরাস্ট্র আ.লীগের সৌজন্য সাক্ষাৎ।
বাপসনিউজ: যুক্তরাস্ট্রে পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র আগমণ উপলক্ষে কনসল জেনারেল ড. নাজমুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাস্ট্র আ.লীগ।
২৯ মে, বুধবার, সকাল সাড়ে দশটায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটর কার্যালয়ে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।খবর বাপসনিউজ।
কনসাল জেনারেল ড.নাজমুল হুদার সাথে এসময় উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আ. লীগের উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
যুক্তরাস্ট্র আ.লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএম ড. প্রদীপ রঞ্জন কর এর নেতৃত্বে এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আ.লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও কার্যকরী কমিটির অন্যতম সদস্য মূলধারার রাজনীতিক খুরশেদ খন্দকার।
যুক্তরাস্ট্র আ.লীগের এ প্রতিনিধিদলের সাথে কনসাল জেনারেল ড.নাজমুল হুদার অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল প্রতিনিধি দলের সদস্যদেরকে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনামের জন্য কাজ করে যাওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান কমিউনিটির বিভিন্ন কাজে সহযোগীতা করার জন্য।
Leave a Reply