মানিকগঞ্জ জেলা প্রতিনিধঃ
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন সুদেব কুমার সাহা।
সদর উপজেলার ১১০ টি ভোট কেন্দ্রের মধ্যে ১১০ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল:
*চেয়ারম্যানঃ*
১। দ্বীপক কুমার ঘোষ (টেলিফোন)৪৬৯৭
২। মোঃ আবুল হোসেন (দোয়াত-কলম) ২০৭৬
৩। মোঃ ইসরাফিল হোসেন (কাপ পিরিচ) ৩১৫৫৯
৪। মোঃ রেজাউল করিম রাজা (আনারস) ৩০৯৬
৫। মোঃ শামসুল হক (হেলিকপ্টার) ২৯৬৪
৬। সুদেব কুমার সাহা (মোটরসাইকেল) ৩৪,০০০
৭। হাসিব উদ্দিন আহমেদ (ঘোড়া) ১১৩২৯
*ভাইস চেয়ারম্যান*
১। আব্দুল লতিফ তোতা (টিউবওয়েল) ৩৪৩৬৩
২। মোঃ লাল মিয়া (চশমা) ৩২৩৬
৩। মোঃ সোলায়মান খান (টিয়া পাখি) ১৪১৪৮
৪। শফিকুর ইসলাম সোহাগ (মাইক) ৮০১৬
৫। সাদিকুল ইসলাম সোহা (তালা) ২৩০৪৭
*মহিলা ভাইস চেয়ারম্যান*
১। সালমা আক্তার (কলস)৩৪০৬৩
২। সালেহা ইসলাম (হাঁস) ১২৫১৫
৩। সুমি (ফুটবল) ৩৬১৫৭
Leave a Reply