দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে- দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২ টায় দেবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দূর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোঃ আহ্সান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মাসুদ পারভেজ প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা দূর্নীতি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হু.ক/এসময়
Leave a Reply