চট্টগ্রাম জেলা প্রতিনিধি: পৃথক পৃথক অভিযানে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১৯ মামলার দুর্ধর্ষ পলাতক আসামি চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের মোঃ মহসিন প্রকাশঃ মইস্যা ডাকাত সহ ৩ জন ডাকাত’কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
১ জুন’২৪ ইং শনিবার রাত ১২.১৫ টায় র্যাব-৭ চট্টগ্রাম মহানগরীতে পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-৬(২)১৮, জিআর -৪৯/১৮, ধারা-১৪৭/ ১৪৮/ ১৪৯/ ১৮৬/ ১০৯ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি মহসিন প্রকাশঃ মইস্যা ডাকাত(৩৫), পিতা-নুরুল আলম, সাং-পূর্ব বাকখালী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা পাঠানপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে সে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্নগোপন করে আসছিল। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি মহসিন প্রকাশঃ মইস্যা এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হত্যা, অস্ত্র এবং হত্যা চেষ্টা সংক্রান্তে সর্বমোট ১৯টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানায় র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অন্য একটি অভিযানে চট্টগ্রাম জেলার হালিশহর থানার মামলা নং-১১(১০)২৩, জিআর-২৩৪/২৩, ধারা-৩৯৯ পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি অনিকুল ইসলাম(৩৩) অনিক, পিতা-নুর মোহাম্মদ, সাং-মধ্যম হালিশহর ধোপাপাড়া, থানা-হালিশহর, চট্টগ্রামকে গ্রেফতার করে। অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০১ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ২। অনিকুল ইসলাম অনিক (৩৩), পিতা-নুর মোহাম্মদ, সাং-মধ্যম হালিশহর ধোপাপাড়া, থানা-হালিশহর, চট্টগ্রাম মহানগরী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি অনিকুল ইসলাম অনিক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এবং পাহাড়তলী থানায় চুরি-ছিনতাই ও ডাকাতি সংক্রান্তে সর্বমোট ০৭টি মামলার তথ্য পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের তৃতীয় একটি আভিযানিক টিম চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার মামলা নং-০৮(৮)২০১২, জিআর-৯২৪/১২, ধারা-৩৯৯ পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ প্রকাশঃ আরিফ মইনুদ্দিন(৪০), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-পশ্চিম বড়ঘোনা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন পানির কল এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি অনিক বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্নগোপন করে আসছিল বলে স্বিকার করে। সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ প্রকাশঃ আরিফ মইনুদ্দিন এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় চুরি-ছিনতাই এবং অস্ত্র আইন সংক্রান্তে সর্বমোট ০৩টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, বাঁশখালী এবং মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।
হু.ক/এসময়
Leave a Reply