1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর ক্লাব রেগুলার মিটিং অনুষ্ঠিত - OnlineTV
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর ক্লাব রেগুলার মিটিং অনুষ্ঠিত

এনামুল হক রাশেদী
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্স-এর ক্লাব রিগুলার মিটিং, চার্টার প্রেজেন্টেশন ও মেম্বার ইনডাকশন মিটিং-এ সেবাবর্ষ ২০২৩-২০২৪- এর সেবা কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

০২ এপ্রিল’২৪ ইং রবিবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরীর সিএলএফ ভবনের প্রকৃতি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্স-এর ক্লাব চার্টার প্রেসিডেন্ট লায়ন ইন্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী। ক্লাব চার্টার সেক্রেটারি লায়ন সাজ্জাদ হোসাইন টিপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৪ বাংলাদেশ-এর জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীর পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় জেলা ভাইস জেলা গভর্ণর (ইলেক্ট) লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, গাইডিং লায়ন ও এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন মুহাম্মদ আবু মোরশেদ এবং স্পন্সর ক্লাব প্রেসিডেন্ট লায়ন হেলাল উদ্দিন।

ডিস্ট্রিক্ট গভর্নর মহোদয়গন এবং ডিস্ট্রিক্ট কেবিনেটের অনান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্স-এর সেবাবর্ষ ২০২৩-২০২৪- এর মানবিক সেবা কার্যক্রম পর্যালোচনা পূর্বক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং আগামী সেবাবর্ষের জন্য গুরুত্বপুর্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লায়ন ইন্জিনিয়ার মনির হোসেন পাটোয়ারী, লায়ন মুহাম্মদ ইকবাল হোসেন নয়ন, লায়ন আহমেদ নুর, লায়ন জসীম উদ্দিন সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লায়ন আব্দুল্লাহ আল যুবায়ের, লায়ন ইমতিয়াজ সোহেল, লায়ন ফোরকান উদ্দিন, লায়ন নাছির উদ্দীন, লায়ন স্বপ্না আক্তার, লায়ন ইদ্রিস আলী, লায়ন মাহমুদুর রহমান চৌধুরী, লায়ন মহিউদ্দিন পাটোয়ারী দিপু, লায়ন আজিজুল হল মাদানী, লায়ন পারভেজ, লায়ন দিলরুবা আফরোজ, লায়ন সামিনা মনির, এবং নবাগত লায়ন সদস্য ইন্জি. মনির হোসেন।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost