নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অগারেটরদের নিয়ে দ্বি- মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ জুন বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নুর ইসলাম বাবু , উপজেলা নির্বাহী অফিসের হিসাব সহকারী মোঃ আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আট ইউনিয়নের বিপ্লব কুমার সরকার, মোঃ আহসান হাবিব, মোঃ আল-আমিন, মোঃ আজিজুর রহমান .মোঃ হাসিবুল ইসলাম,মোঃ আব্দুল হালিম, মোঃপারভেজ মল্লিক, মোঃ নিলয় আহম্মেদ সহ সকল ইউনিয়নের সহকারী কাম- কম্পিউটার অপারেটর বৃন্দ। সভায় উপজেলা নিবাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস গ্রাম আদালত কার্যক্রমকে আরো দৃঢ করতে হিসাব সহকারীদের নির্দেশনা প্রদান করেন এবং জনগনের আস্থার প্রতীক হিসেবে গ্রাম আদালতকে গড়ে তোলার আহ্বান জানান।
হু.ক/এসময়
Leave a Reply