1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
নড়াইল পৌরসভায় আবারো পশুর হাটের উদ্বোধন - OnlineTV
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

নড়াইল পৌরসভায় আবারো পশুর হাটের উদ্বোধন

মৌসুমী নিলু 
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নড়াইল জেলা প্রতিনিধি: আবারো নড়াইল পৌরসভার গারুচোরা এলাকার পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পশুর হাটের উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা। নড়াইল পৌরসভার তত্ত্বাবধানে এ হাট পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল পৌরসভার প্যানেল কাউন্সিলর কাজী জহিরুল হক, পৌরসভার কাউন্সিলর মো. রেজাউল বিশ্বাস, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. সাইফুল ইসলামসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত গরু ব্যাপারীদের ছাতা উপহার দেয়া হয়।

এদিকে প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত সংখ্যক গরু ছাগল নিয়ে হাজির হন বিক্রেতারা। কেনা বেচা ভালো হয়েছে বলে জানান তারা।

পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভার হাতিরবাগান এলাকায় এক সময়ে পশুর হাট বসতো। কিন্তু নানা কারণে হাটটি বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে যায়। সেই হাটটি স্থান পরিবর্তন করে এখন থেকে নড়াইল পৌরসভার তত্ত্বাবধানে পৌরসভার গারুচোরায় প্রতি বৃহস্পতিবার বসবে। এ হাটে সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পশু কিনতে বা বিক্রি করতে পারে, ক্রেতা-বিক্রেতা কেউ যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সে ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, কোন ব্যাপারী যদি রাতে যেতে না পারে তাদের থাকার সু-ব্যাবস্থা করা হয়েছে। নিরাপদে গরু রাখারও সুব্যবস্থা রয়েছে। দেশের যেকোনো হাটে পশু কিনলে অধিক পরিমাণে ট্যাক্স দিতে হয়। এই হাটে প্রতি গরু কেনা-বেচা হলে গরু প্রতি ক্রেতাকে ২ শত টাকা ও গরুর মালিককে১ শত টাকা করে দিতে হবে। এছাড়া ছাগল কিনলে ক্রেতাকে ৬০ টাকা ও বিক্রেতাকে ৪০ টাকা করে হাসিল (কর) দিতে হবে।

উল্লেখ্য এর আগে নড়াইল পৌরসভা শহরের হাতির বাগান এলাকায় গরুর হাট বসতো।কিন্তু নানান জটিলতায় ১৮ বছর ধরে পশুর হাট বন্ধ ছিল।

হু.ক/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost