পটিয়া (চট্টগ্রাম) জেলা প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচন গতকাল বুধবার (৫ জুন) ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ডাঃ এমদাদুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাজেদা বেগম শিরু। তৃতীয়বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান হলেন মাজেদা বেগম শিরু।
২৯ মে পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের মধ্যে পূর্ব পিঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যলয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত হয়। এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার (শাহরু) উড়োজাহাজ প্রতীকে ২৩৮৫০ ভোট নিকটতম প্রতিদ্বন্ধি ডাঃ এমদাদুল হাসান বই প্রতীকে পান ২৩০৭৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু কলস প্রতীকে ২৪৮৯৪ তার নিকটতম প্রতিদ্বন্ধি সাজেদা বেগম প্রজাপ্রতি প্রতীকে ২৭৩১ ভোট।
গতকাল বুধবার স্থগিত হওয়া কেন্দ্রে বই প্রতীকে ডাঃ এমদাদুল হাসান ১৩৩৫ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৪৪০৮। আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়া ৪১০ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৪২৬০। ডাঃ এমদাদুল হাসান ১৪৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু স্থগিত কেন্দ্রে ৮৪৮ ভোটসহ ২৫৭৪২ ভোট,সাজেদা বেগম ৮৩৬ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৫৫৬৭। এতে মাজেদা বেগম শিরু কলস প্রতীকে ১৭৫ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৬১৫। ভোটাধিকার প্রয়োগ করেন ১৭৭৬ জন ভোটার। পূর্ব পিঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডাঃ মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য জানিয়েছে। পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার আরিফুল ইসলাম বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা দেন।
উল্লেখ্য পটিয়া উপজেলায় মোট ১২৮টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৫শ ৪৫ জন।
হু.ক/এসময়
Leave a Reply