ঝড় এলো বৃষ্টি এলো
ড. মহসিন আলী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
সোমবার, ১৭ ই জুন, ২০২৪ ইং সাল ।
ঝড় এলো বৃষ্টি এলো
ঠান্ডা হাওয়া বইছে ভালো ।
মানুষ আসে ঘরে ফিরে
পশু পক্ষি ফিরে নীড়ে ।
বৃষ্টি এলো ঝেপে ঝেপে
ঝড় এলো কেঁপে কেঁপে ।
আকাশ ভরা মেঘ কালো
চাঁদ সূর্য্যের নেই আলো ।
আঁধার রাতের জোনাকি
আলো দিতে দেয় না ফাঁকি ।
বিজলির আলোয় কেঁপে উঠে
কখন যে সে পরবে ফেটে ।
গাছের ডাল যায় নড়ে
পাতা ঝরে উড়ে উড়ে ।
টিনের চালে শব্দ হয়
কিছুই শোনা নাহি যায় ।
পাখীরা গাছের ডালে
বাতাসের তালে দুলে ।
ভিজা দেহে কাঁপে শীতে
পাতায় লুকায় প্রাণ বাঁচাতে ।
ঝড়ে ডাল ভেঙ্গে পরে
পাখীরা সব যায় উড়ে ।
মুশুল ধারে বৃষ্টি পরে
ঝুম ঝুম শব্দ করে ।
বৃষ্টির পরে ঝড়ের তালে
রিম ঝিম ঘরের চালে ।
শীতল হাওয়া বয়ে যায়
ঘরে বসে প্রাণ জুডায় ।
কৃষকেরা সব হুক্কা খায়
কৃষানীরা সব ঘর গুছায় ।
ঘরের কোণে বাবুই পাখী
কিচির মিচির করে ডাকি ।
তাল গাছেতে চড়ুই পাখী
নীড়ে করছে ডাকাডাকি ।
বাতাসেতে ঝুলছে বাসা
কখন হায় ভাঙ্গবে আশা ।
ঝড়ে বাসা ছিঁড়লে হায়
বেঁচে থাকার নেই উপায়।
গাছের ডালে ফিরতে হবে
নতুন বাসা বুনতে হবে ।
বনের বেরা ছুনের ঘরে
টাপুর টুপুর পানি পরে ।
ঘরের ভিতর পানি আসে
ঘর যেন বন্যায় ভাসে ।
কৃষক কিষানি শীতে কাঁপে
ঘরের কোনে জড়িয়ে লেপে।
আল্লাহ্ রাসুল ডেকে ডেকে
প্রার্থনা করে প্রাণ ভিক্ষে ।
কেমন করে কাটবে রাত
পানির মাঝে জীবন পাত ।
কতজনের যে ভাঙ্গছে ঘর
ভাসছে তারা পানির উপর ।
কত বাড়ি ঘর ভেঙ্গে পরে
কত মানুষ যায় যে মরে ।
নদী হয়ে সাগরে যায়
কত প্রাণ সম্পদ ভাসায় ।
এমনই হায় ঝড়ের তান্ডব
ঝড় হয় না কারো বান্ধব ।
ঝড় দেয় কষ্টের জীবন
নেয় কেড়ে মাঠের ফলন ।
ঘর বাড়ি আপন জন
ভাঙ্গে গাছ পালা বন ।
নতুন স্বপ্ন দেখতে হবে
নতুন পৃথিবী গড়তে হবে ।
Leave a Reply