মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন তিনি। বর্তমানে চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করছেন তিনি।
সবশেষ তাকে ‘শেষ বাজি’ সিনেমার আইটেম গানে দেখা গিয়েছিল। এবার দেখা গেছে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটিতে আইটেম গার্ল হিসেবে পর্দায় আসেন প্রিয়া অনন্যা।
সম্প্রতি ‘পানি পানি’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে ভিন্ন লুকে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা। এতে তার সহশিল্পী সাজ্জাদ চৌধুরী। সালাউদ্দিন সাগরের কথায় গানটি যৌথভাবে গেয়েছেন জান্নাত পুষ্প ও এম এইচ রিজভী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এম এইচ রিজভী। জেপি মিউজিকের ব্যানারে গান-ভিডিও মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। আশা করছি, নাচ নির্ভর মিউজিক ভিডিও সবার পছন্দ হবে।
Leave a Reply