নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার।
দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের জেলার দেবীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মোঃ আরিফ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
আজ সোমবার (২৪ জুন) সকাল সাড়ে সাতটায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের সোনাহার পূর্ব মুন্সিপাড়া এলাকার একটি মাদ্রাসার পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আরিফ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মাঝাপ্রধান পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার(২৩ জুন) দুপুরে খাবার খেয়ে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় আরিফ।
বিকেল পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।
রাতে এলাকায় আরিফের নিখোঁজের বিষয়ে মাইকিং করা হয়। আজ সকালে স্থানীয় এক মাদ্রাসার পুকুরে এলাকাবাসীর সহযোগিতায় জাল ফেলে আরিফকে খোঁজাখুজি করা হয়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে সাতটার দিক আরিফের মরদেহটি পুকুরে ভেসে উঠে।
এদিকে শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, “প্রাথমিক সুরতহালে শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
এলাকাবাসী জানায় পুকুরে ডুবেই তার মৃত্যু হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”
মো.মি/এসময়।
Leave a Reply