পটিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত-২, থানায় অভিযোগ।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়ায় প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে।
আহতরা হলেন ইব্রাহিম জোবায়ের ও বদিউল আলম।
ঘটনাটি ঘটেছে গত ১৮ জুন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড টেইল্লাপাড়া এলাকায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনায় ইব্রাহিম জোবায়ের বাদী হয়ে প্রতিপক্ষ মোহাম্মদ মুছা, মো: কাশের, মো: শহিদ প্রকাশ হৃদয়, মো: ইসহাক বিবাদী করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছে।
উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া বিবাদীগণ বিভিন্ন তারিখ ও সময় আমাকে নানান ধরণের ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি-ধমকি দেয়।
১৮ জুন আমি খরনা ইউনিয়নের টেইল্লাপাড়া বাদী খরিদা জায়গায় গেলে উপরোক্ত বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরিয়া হাতে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া জায়গায় অনধিকার প্রবেশ করিয়া আমার উপর অতর্কিত আক্রমনপূর্বক এলোপাতাড়িভাবে মারধর করিয়া হাতে, পায়ে, পিটেসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফুলা জখম করে।
শোর চিৎকারে আমার ব্যবসায়ী পার্টনার বদিউল আলম (৪৬) আগাইয়া আসিলে উপরোক্ত বিবাদীগণ বদিউল আলমকে বেধরক পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফুলা জখম করে।
এক পর্যায়ে ১নং বিবাদী আমার পাঞ্জাবির পকেটে ‘থাকা পাচঁ হাজার টাকা নিয়া নেয়।
২নং বিবাদী আমার ব্যবসায়ী পার্টনার বদিউল আলমের ব্যবহৃত একটি মোবাইল সেট নিয়া যায়।
পরবর্তীতে আশপাশ হইতে স্থানীয় লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ উক্ত বিষয়ে কোন প্রকার মামলা-মোকদ্দমা করিলে আমাকেসহ আমার ব্যবসায়ী পার্টনার বদিউল আলমকে দেখে নিবে, মারিবে, কাটিবে, মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানী করিবে এবং সুযোগমত একা পাইলে প্রাণনাশ করিবে মর্মে হুমকি দিয়া দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে গত ২৪ জুন পটিয়াস্থ একটি রেস্তুরায় ভুক্তভোগী ইব্রাহিম জোবায়ের সংবাদ সম্মেলন করেন।
তিনি এ বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বদিউল আলম, মো: রুবেল ও মো: টিটু প্রমূখ। (ভিডিও দেখুন)
Leave a Reply